আশা নেই মন.তবু কর আশা,
আশা ছাড় মন হও নিরাশা।
কেন তুমি মন চাও শুধু ধন
এ ধন ধন নয় আশার মরন।
মনের আশা মানে কষ্টের বাসা
যত করবে আশা মন।
তত হবে কষ্টের জীবন
তাই বলি মন মুখ পাবে তখন।
নিরাশ হবে যখন,
থাকবে না আশা তখন।
পাবে মন থাকবে না দুঃখের ক্ষন
অকালে হয় যদিও তোমার মরন
আশা তোমার থাকবে যখন
দুঃখের হবে জীবন যাপন।