April 13, 2025, 11:43 am
ব্রেকিং নিউজ
পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার এশিয়ায় আস্থা অর্জনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা সিআইসিএর কৃষকরাই আমাদের বড় প্রাণ,কৃষকদের কথা সবার চিন্তা করতে হবে – কৃষি উপদেষ্টা পুলিশ মবজাস্টিস ভয় পায় না: স্বরাষ্ট্র উপদেষ্টা ইসরাইলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা চান ইলিয়াস কাঞ্চন বিএনপির প্রতিবাদী র‌্যালি শুরু ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত জানাল পিএসসি এনসিপির সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস ৩৬ টাকায় বোরো ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন পিটার হাস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, গ্রেপ্তার ৬০ সেই কনস্টেবল রাষ্ট্রপতি পদকে ভূষিত ৩৭ শতাংশ শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি ড. ইউনূসের ভোজ্যতেলের লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার গাজায় ইসরাইলি আগ্রাসনে ক্রীড়া উপদেষ্টার প্রতিবাদ আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে সারা দেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

কনসার্ট চলাকালেই ধসে পড়ল নাইটক্লাবের ছাদ, প্রাণহানি বেড়ে ১১৩

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, April 9, 2025
  • 10 দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিংগোর একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৩৪ মিনিটে। দেশটির জনপ্রিয় মেরেঙ্গু শিল্পী রুবি পেরেজ ওই সময় সেখানে পারফর্ম করছিলেন।

দেশটির জরুরি সেবাবিষয়ক পরিচালক জেনারেল হুয়ান ম্যানুয়েল মেনডেজ জানিয়েছেন, জেট সেট (Jet Set) নামক নাইটক্লাবটিতে ওই সময় কনসার্ট চলছিল। এ সময় ছাদটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধসে পড়ে। পুলিশ ও উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপর রয়েছে।

প্রেসিডেন্ট লুইস আবিনাদের এক বিবৃতিতে বলেন, ‘জেট সেট নাইটক্লাবে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এতে আমরা গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। আমরা শুরু থেকেই ঘটনাটির প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করছি। সবগুলো উদ্ধার সংস্থা নিরলসভাবে কাজ করছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি এবং তাদের জন্য প্রার্থনা করছি’।

এদিকে নিহতদের মধ্যে রয়েছেন সাবেক মেজর লিগ বেসবল (MLB) খেলোয়াড় অক্টাভিও ডোটেল (৫১) ও টনি ব্ল্যাঙ্কো (৪৪)।

উদ্ধারকারীরা ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবার প্রধান কর্নেল র‍্যান্ডলফো রিজো গোমেজ।

ডোটেল ১৩টি এমএলবি দলের হয়ে খেলেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক মেটস অন্যতম। দলটি এ ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে সমবেদনা জানিয়েছে।

অন্যদিকে টনি ব্ল্যাঙ্কো ওয়াশিংটন ন্যাশনালসসহ জাপান ও ডোমিনিকানের হয়ে খেলেছেন। ডোমিনিকান ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তার অবদান জাতীয় বেসবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে’।

এছাড়াও মন্তেক্রিস্তির গভর্নর নেলসি মিলাগ্রোস ক্রুজ মার্টিনেজও এ দুর্ঘটনায় নিহত হন। তিনি সম্পর্কে এমএলবি তারকা নেলসন ক্রুজের আপন বোন।

ক্রুজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার (নেলসি ক্রুজ) সেবার মনোভাব ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে’।

এদিকে এমএলবি কমিশনার রবার্ট ম্যানফ্রেড জুনিয়র এক শোক বার্তায় বলেছেন, ‘অক্টাভিও ডোটেল, টনি ব্ল্যাঙ্কো, নেলসি ক্রুজুসহ ভয়াবহ এই দুর্ঘটনার শিকার সব ভুক্তভোগীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডোমিনিকান রিপাবলিকের সঙ্গে বেসবলের সম্পর্ক অত্যন্ত গভীর। আজ আমরা সব ডোমিনিকান খেলোয়াড় ও ভক্তদেরকে গভীরভাবে স্মরণ করছি’।

ডিজে শাকিরাক্স নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, অনেক পরিবার ঘটনাস্থলে এসে তাদের প্রিয়জনের খোঁজ করছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জানা গেছে, ২০২৩ সালে ওই নাইটক্লাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে নাইটক্লাবটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূত্র: এবিসি নিউজ

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102