অনলাইন ডেস্ক:
তেলুগু ছবির সুপারস্টার মহেশ বাবু ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন। ছবিটির নাম ‘এসএসএমবি২৮’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
ছবিটিতে থাকছে একটি আইমেট গান। আর এতে রাশমিকা মান্দানা পারফর্ম করবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।গণমাধ্যমটি জানায়, ‘বাবা মারা যাওয়ার পর শুটিংয়ে থেকে বিরতিতে আছেন মহেশ বাবু। তবে তিনি শিগগিরই ফিরবেন ‘এসএসএমবি২৮’ ছবির শুটিংয়ে। এ সিনেমার আইটেম গানে নাচবেন রাশমিকা মান্দানা। এর মাধ্যমে প্রথমবার ত্রিবিক্রমের সঙ্গে কাজ করবেন এই অভিনেত্রী।’
ইন্ডিয়া টুডে ওই প্রতিবেদনে আরও জানায়, ‘আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গ আইটেম গানটিতে পারফর্ম করে কোটি কোটি ভক্তের হৃদয় কেড়েছেন সামান্থা। পরিচালক ত্রিবিক্রমও তার ছবিতে তেমন আলোচিত একটি গান রাখতে চাইছেন।’
রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার।এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।