April 3, 2025, 8:35 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

এশিয়া কাপের প্রচারণামূলক ভিডিওতে সাকিবরা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, August 4, 2023
  • 97 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :
আর মাত্র ২৬ দিন পর শুরু হবে ২০২৩ সালের এশিয়া কাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই প্রোমোতে আছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।

গতকাল রাতে এশিয়া কাপের ৪৫ সেকেন্ডের প্রোমো ছেড়েছে স্টার স্পোর্টস তাদের টুইটার অ্যাকাউন্টে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান- এই পাঁচ দল আছে এশিয়া কাপের প্রোমোতে।

প্রোমো ভিডিওতে ২০২২ এশিয়া কাপের খণ্ডচিত্রই বেশি তুলে ধরা হয়েছে। তাতে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা শ্রীলংকার ক্রিকেটারদের উল্লাস দেখানো হয়েছে।

এ ছাড়া প্রোমোটিতে ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের বেশ কিছু মুহূর্তও দেখানো হয়েছে। রয়েছে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের ছবিও।

২০১৮ এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ঘটনাও দেখানো হয়েছে প্রোমোটিতে। সেখানে বাবর আজমকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজুর রহমান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানায়, এশিয়া কাপ ৩১ আগস্ট শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। এই ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি- গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ায় এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটেই হবে। আসরে অংশ নিতে যাওয়া ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে সুযোগ পাবে। সুপার ফোরের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

পিসিবির প্রস্তাব অনুসারে এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে হবে। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় অনুষ্ঠিত হবে। পাকিস্তানে হওয়া গ্রুপ পর্বের এক ম্যাচে পাকিস্তান ও নেপাল মুখোমুখি হবে। এছাড়া শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তানের একটি করে ম্যাচ হবে পাকিস্তানে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102