নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ২ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা গেছে, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেন। এ সময় বিএনপি ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। পরে আওয়ামী লীগের সমর্থকরা লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ হয়। এতে বিএনপির ২ কর্মী আহত হয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’