April 5, 2025, 12:07 am
ব্রেকিং নিউজ
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ

ঈদের ছুটিতেও সেবা থেমে নেই সিলেটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, April 4, 2025
  • 15 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদের নির্দেশনা মোতাবেক সিলেট বিভাগের ৪টি জেলায় ঈদের ছুটিতেও চালু আছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম।সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় হতে প্রাপ্ত এক বার্তার মাধ্যমে জানা যায় যে, গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের চলমান ছুটিতে এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা এবং ০-৫ বছরের শিশু সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে নিরবিচ্ছিন্নভাবে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হচ্ছে।

সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালকগণের সার্বিক তত্ত্বাবধানে বিভাগে কর্মরত সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঈদের ছুটি শুরু হওয়া থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মিলে স্বাভাবিক প্রসব ২৮৭ টি, গর্ভকালীন সেবা ৭৩৯ টি, প্রসবোত্তর সেবা ৪১৪ টি সহ উল্লেখযোগ্য সংখ্যক কিশোর কিশোরী, ০-৫ বছরের শিশু ও সাধারণ রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

এই বিভাগের ৪টি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ের যথাক্রমে সিলেটে ৩৫ টি, সুনামগঞ্জে ৪৬ টি, মৌলভীবাজারে ২৭ টি ও হবিগঞ্জে ৪২ টিসহ বিভাগে মোট ১৫০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হয়েছে; যার মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রয়েছে।

ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা ভীষণ খুশি। সিলেট বিভাগে চলমান এ কর্মসূচি সার্বক্ষণিক মনিটরিং করছেন সিলেট বিভাগের পরিবার পরিকল্পনার পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102