April 3, 2025, 8:06 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

ঈদের আগে শহরে রাস্তা খোঁড়াখুঁড়ি, চরম ভোগান্তি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 24, 2024
  • 145 দেখা হয়েছে

 মানিকগঞ্জ প্রতিনিধি:
এমনিতেই মানিকগঞ্জ শহরে যানজট নিত্যদিনের। তার ওপর আগাম কোনো ঘোষণা ছাড়াই ঈদের আগে জেলা শহরের অন্যতম ব্যস্ততম গঙ্গাধরপট্টি সড়কে ঠিকাদার প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়িতে যানজটের ভয়াবহতায় নাভিশ্বাস উঠছে শহরবাসীর।

ঈদকে ঘিরে জেলা সদরসহ অন্যান্য উপজেলা থেকে মানুষজন কেনাকাটা করতে জেলা শহরে আসছেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।সূত্রমতে, ঈদের আগে কাজ শুরুর নেপথ্যে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্ট বিল আদায়ের কৌশলমাত্র।

ভুক্তভোগী পৌরবাসী এবং ব্যবসায়ীরা বলেছেন, গুরুত্বপূর্ণ এ সড়কে সকাল থেকে বিকাল পর্যন্ত এমনিতেই নিত্যদিন যানজট লেগে থাকে। ঈদ উপলক্ষে যাত্রী, পথচারী ও যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। এ সময় ব্যস্ততম সড়কে খোঁড়াখুঁড়ির কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শহরবাসীসহ পথচারী, দূরদূরান্ত থেকে আসা যাত্রী, যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ব্যবসায়ীদের দাবি, ঈদের আগে এভাবে সড়ক খোঁড়াখুঁড়ি করায় তাদের কেনাবেচা অর্ধেকে নেমে এসেছে।

মানিকগঞ্জ জেলা শহরটি মূলত পূর্ব-পশ্চিম লম্বালম্বি তিনটি রাস্তাকে ঘিরে গড়ে উঠেছে। এর মধ্যে শহরের উত্তর দিকে গঙ্গাধরপট্টি (যো-ভা-ত) সড়ক, মাঝখানে শহীদ রফিক সড়ক ও দক্ষিণে গার্লস স্কুল সড়ক। এই তিনটি সড়কসংলগ্ন শহরের প্রধান প্রধান সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, বিপণিবিতান ও বাজার অবস্থিত। তবে সড়ক তিনটির অপ্রশস্ততার কারণে ছোট্ট সাইজের দুটি গাড়ি চলাচলের সুযোগ রয়েছে। ফলে পিক আওয়ারে যানজট নিত্যদিনের।

গত তিন দিন ধরে খোঁড়াখুঁড়ি কাজ দেখতে রোববার দুপুরে সরেজমিন গঙ্গাধরপট্টি সড়কে গিয়ে দেখা গেছে, ভেকু দিয়ে রাস্তার মূল সড়কের মাটি অপসারণ করে সিমেন্টের বড় সাইজের পাইপ বসানোর হচ্ছে। সড়কটির পাশের একটি মাদ্রাসাসহ কয়েকটি কোচিং সেন্টার ও বিপণিবিতান রয়েছে। দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষজন কষ্ট করে যাতায়াত করছেন।

বর্তমানে শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির খনন ও সৌন্দর্যবর্ধন কাজ চলমান। সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট (সিআরডিপি) প্রকল্পের আওতায় কাজটির জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ কোটি টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি লাবলু মিয়া বলেন, এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ থাকায় ঈদের আগে সড়কটি খুঁড়ে সুয়ারেজ ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এতে শহরবাসী সাময়িক সমস্যায় পড়েছেন। তবে দ্রুতই কাজটি শেষ করা হবে।

এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম গিয়াস উদ্দিন বলেন, আগামী জুন মাসের মধ্যে এ কাজটি শেষ করার কথা রয়েছে; কিন্তু কাজের আশানুরূপ অগ্রগতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে ঈদের আগেই ওই কাজ শুরু করা হয়েছে, এজন্য শহরে চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হচ্ছে। তবে কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102