অনলাইন ডেস্ক:ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ)-কে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সম্প্রতি নিয়োগ পাওয়া সাংবাদিক গোলাম মোর্তোজা।
আজ সোমবার চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ও ইসকন সদস্যদের হামলায় এক আইনজীবী নিহতের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন গোলাম মোর্তোজা।
অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া প্রেস মিনিস্টার ফেসবুকে লেখেন, ‘ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার সমর্থন করি নি। কিন্তু ইস্কন আজ যেভাবে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করল, তা দেখে মনে হচ্ছে চিন্ময়সহ ইস্কন নেতাদের বিরুদ্ধে আরও আগেই কঠোর ব্যাবস্থা নেওয়া দরকার ছিল। এই হত্যাকান্ডের মধ্য দিয়ে ইস্কন প্রমাণ করল তারা জঙ্গি সংগঠন। বাংলাদেশ বিরোধী আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ জঙ্গি সংগঠন ইস্কন। এটা হিন্দু-মুসলিমের বিষয় নয়, ইস্কনকে দেখতে হবে জঙ্গি সংগঠনের দৃষ্টি দিয়ে।’
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ।
আইনজীবী আলিফের নিহতের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরওয়ার হোসেন লাভলু আমাদের সময়কে বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা।