April 4, 2025, 1:04 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

ইশরাকের বহরে হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, July 14, 2023
  • 113 দেখা হয়েছে

নোয়াখালী  প্রতিনিধি;
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির মেহনতি মানুষের পদযাত্রা অনুষ্ঠানের অতিথি ইঞ্জনিয়ার ইশরাক হোসেনকে স্বাগত জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ৫ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার রেলগেইট বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মীরা ইশরাকের মোটরসাইকেল বহরে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,নোয়াখালীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে বিএনপি নেতা ইশরাক হোসেন একদিন আগেই নোয়াখালীতে আসেন। তার আসার খবরে বৃহস্পতিবার বিকেলে প্রায় শতাধিক মোটরসাইকেল যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার সোনাইমুড়ীতে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।এতে বিএনপির আকরাম হোসেন (৩০),আমির হোসেন (৪৪) সহ ৫ নেতাকর্মি আহত হয়। আকরাম ও আমিরকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ওই সময় হামলাকারীরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে । খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো.ইউসুফ জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ীউপলো স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিয়াজ উদ্দিন জনান,আকরাম ও আমির নামে ২ জনকে হাসপাতলে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিকেলের দিকে বাইপাস এলাকায় ছাত্রলীগ শান্তি সমাবেশ করছিল। ওই সময় বিএনপি নেতা ইশরাকের গাড়ির বহর আসলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ চলে যায়।

ওসি আরও জানায়, এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। তবে গাড়ি বহরে হামলার মত কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102