আন্তর্জাতিক ডেস্ক:পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আজ শনিবার এ ঘোষণা দেওয়া হয়।বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানিয়ান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইরানের নাগরিকদের দেশটির বিমানবন্দরগুলো এড়িয়ে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, পুরোদমে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ইরানের ৭৮ জন নিহত ও ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ বেশ কিছু কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী আছেন। অন্যদিকে, ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের তিনজন নিহত এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে।