ইতালি প্রতিনিধি
ইতালিতে আগামী সপ্তাহে রাষ্ট্রদূত হিসাবে যোগ দেবেন মনিরুল ইসলাম। মিসরে বাংলাদেশের বর্তমান এ রাষ্ট্রদূত ইতোমধ্যে এশিয়া অঞ্চলের সেরা বিদেশি কূটনৈতিক হিসাবে পুরস্কার পেয়েছেন।
তিনি ইতালির রোমে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত শামীম আহসানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন।
মনিরুল ইসলাম এর আগে ইথিওপিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আফ্রিকান ইউনিয়নে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া মরক্কোতেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বিসিএস ১০ম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ১৯৯১ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।
পেশাদার এ কূটনৈতিক কানাডা, স্পেন, সিঙ্গাপুর, ব্রুনাই, চীন ও ব্রাজিলের দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন। নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন কনসাল জেনারেল হিসাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসাবেও (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্রনীতি ও বাণিজ্যের ওপর স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।