অনলাইন ডেস্ক:
পাকিস্তানের মাওলানা ওসমানের আম বয়ান দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম। বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ কান্ধলবী এবারের ইজতেমায় আসেননি। দ্বিতীয় পর্বের ইজতেমায় জুমার নামাজের ইমামতি ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মুফতি ইউসুফ কান্ধলবী।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ১০টায় তালিম করবেন মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মুফতি মাওলানা ইউসুফ কান্ধলবী, বাদ আসর মেজো ছেলে সাইদ বিন সা’দ কান্ধলবী, এবং বাদ মাগরিব বয়ান করবেন ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলবী। ৩ ভাই ছাড়াও তাদের সঙ্গে আসা মাওলানা সা’দের মেয়ের জামাতা মাওলানা হাসানসহ সাতজনের একটি জামাত ইজতেমা ময়দানে বিদেশি তাঁবুতে শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন।
নিজামুদ্দিন মারকাজের একাধিক সূত্রে জানা যায়, আলেমদের দ্বন্দ্বকে পাশ কাটিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সা’দ কান্ধলবীর বড় ছেলে মুফতি মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী। বেশ কয়েক বছর ধরে তিনিও ইজতেমা ময়দানে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আর এবার তিনি জুমার নামাজের ইমামতি করবেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
দিল্লির নিজামুদ্দিন মারকাজের আমির ও জিম্মাদার মাওলানা সা’দ কান্ধলবী না এলেও এবার তারই ওয়ারিশ মুফতি মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবীই এ বছরের মতো আখেরি মোনাজাত করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।