March 13, 2025, 4:58 pm
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

ইউক্রেনে রাতভর ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 10, 2025
  • 22 দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাতভর চালানো রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে এক নারী আহত হন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।রোববার রাতব্যাপী এ হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার ছোড়া ৮৩টি ড্রোনের মধ্যে ৬১টি গুলি করে নামানো হয়েছে এবং আরও ২২টি সম্ভবত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রাম বার্তায় জানান, কিয়েভে একটি অনাবাসিক ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে সুমি শহরে রাশিয়ার ড্রোন হামলায় ৩৮ বছর বয়সি এক নারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমি অঞ্চলের গভর্নর ইহর কালচেঙ্কো টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান।

এছাড় এ হামলায় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন গভর্নর কালচেঙ্কো।সুমির জরুরি পরিষেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, উচ্চ ভবনের জানালাগুলো ধ্বংস হয়ে গেছে এবং পাশে থাকা গাড়িগুলো দাউদাউ করে জ্বলছে।

সুমির জরুরি পরিষেবা বিভাগ জানায়, হামলার ফলে ৩০০-র বেশি জানালা ধ্বংস হয়েছে এবং ৬৫ জন বাসিন্দাকে তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।তবে এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষই সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া পূর্ণমাত্রার এই যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই ইউক্রেনীয়। সূত্র: রয়টার্স

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102