অনলাইন ডেস্ক:
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন শুরু হয়েছে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সম্মেলনস্থল।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মীদের স্রোত শুরু হয় আরও আগেই। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ) জমায়েত হয়েছেন দলীয় নেতাকর্মীরা।
সম্মেলন উপলক্ষে সেখানে তৈরি করা হয়েছে বিশাল নৌকা আকৃতির একটি মঞ্চ। লাল-নীল পতাকায় ছেয়ে ফেলা হয়েছে সম্মেলনস্থল।
সাত বছর পর হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে এক লাখেরও বেশি মানুষ জমায়েত করে বিএনপির সাম্প্রতিক সময়ের সমাবেশগুলোর জবাব দিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমনটি আগেই জানিয়েছেন দলটির একাধিক শীর্ষ নেতা।
এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।’
আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সাধারণ সম্পাদক। সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।