এম আব্দুল লতিফ সিদ্দিকী।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতিসন্তান রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সাধারণ পরিষদ সদস্য মৃধা মোঃ দেলোয়ার হোসেন (ওমর) আরজেএফ’র আন্তর্জাতিক সাংগঠনিক সমন্বয়ক মনোনীত হয়েছেন।
আরজেএফে’র গঠনতন্ত্রের ১০ (ক) ধারা মোতাবেক আরজেএফ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক শামীম এর সুপারিশক্রমে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন তাকে এ মনোনয়ন প্রদান করেন।
বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতিসন্তা
মোঃ দেলোয়ার হোসেন বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকাবস্থায় তিনি বিভিন্ন গণমাধ্যমে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
মৃধা মোঃ দেলোয়ার হোসেন (ওমর) বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত রয়েছেন। তিনি লিগ্যাল এডভাইস এন্ড সার্ভিস সোসাইটির আজীবন সদস্য। মুলাদী জেলা চাই বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক, মুলাদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য, মুলাদী উত্তর বোয়ালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ পরিষদ সফিপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, মুলাদী যুব উন্নয়ন ফ্রেন্ডস সমবায় সমিতির উপদেষ্টা এবং চরমালিয়া মরহুমা আজিতুনন্নেছা আব্দুল কাদের মৃধা স্মৃতিসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আরজেএফ’র আন্তর্জাতিক সাংগঠনিক সমন্বয়ক হিসেবে প্রবাসে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রশিক্ষণ, পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় আরজেএফ’র কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি আন্তর্জাতিক পর্যায়ে পালন করবে এবং ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদের কল্যাণে ইতিবাচক সকল কর্মসূচি বাস্তবায়ন করবে।