জামালপুর প্রতিনিধি :
আমানতকারীদের টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে রূপসী বাংলা সমবায় সমিতির পরিচালক মোহাম্মদ আলীকে রোববার সন্ধ্যায় ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
মোহাম্মদ আলী উপজেলার তেঘরিয়া শাহেদ আলী কারিগরি কলেজের ইংরেজি প্রভাষক। তার বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে।
জানা গেছে, সাধারণ মানুষকে মোটা অংকের মুনাফার টোপে ফেলে কয়েক হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেন মোহাম্মদ আলী। কয়েক মাস আগে আমার দেশ সমবায় সমিতি নামে একটি সমিতি সাধারণ মানুষের আমানত ফেরত না দিয়ে সমিতির অফিস বন্ধ করে গা-ঢাকা দেয়। এরপর থেকেই মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজারের শতদল বহুমুখী সমবায় সমিতি, স্বদেশ বহুমুখী সমবায় সমিতি, নবদ্বীপ সমবায় সমিতি, আল-আকাবা সমবায় সমিতি, আশার আলো সমবায় সমিতি, সোনালী সমবায় সমিতি, পূর্বাশা সমবায় সমিতি, দারিদ্র্য বিমোচন সমবায় সমিতিসহ আরও কয়েকটি সমবায় সমিতি গ্রাহকদের আমানতের বিপরীতে সুদ প্রদান বন্ধ করে দেয়।
ইতোমধ্যে পূর্বাশা সমবায় সমিতি, আমার দেশ সমবায় সমিতি, আশার আলো সমবায় সমিতি ও দারিদ্র্য বিমোচন সমিতির কর্মকর্তারা অফিস বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন। এ অবস্থায় গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার নবদ্বীপ ও শতদল সমিতির ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের কাছে প্রভাষক মোহাম্মদ আলীকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।