ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
নানা আয়োজনের মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে শারদীয় দুর্গাপূজার উৎসব চলছে।প্রতি বছরের মতো এ বছরও শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন প্রবাসী সনাতনীরা। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিন মায়ের পূজা, অর্ঘ্যদান ও পুষ্পাঞ্জলি দেওয়া হবে।
রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফা সানিয়াতে আবুধাবি প্রবাসী পরিবার ও সনাতনীদের সার্বজনীন পূজা অল হুব স্পোটিং ক্লাব, আল আইন মরুতীর প্রবাসী গীতা সংঘ মন্দির, আল আইন প্রবাসী সনাতনীদের উদ্যোগে ডানার্ট রিসোর্ট আল আইন ফাইভ স্টার হোটেল বলরুমে পূজার আয়োজন চলছে।
এছাড়া আল আইন লোকনাথ মন্দিরের উদ্যোগে সার্বজনীন দুর্গাপূজা ওয়েডিং হলরুম, শারজা শিবশঙ্কর মন্দির আল নাহাদা গ্র্যান্ড ফাইভ স্টার হোটেল বলরুম, শারজা গীতার সংঘের উদ্যোগে মোবারক সেন্টার হল রুম, রাস আল খাইমা রাধামাধব মন্দিরসহ বিভিন্ন জায়গায় মাটি তৈরি এবং থ্রিডি বোর্ডের মাধ্যমে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন চলছে।
পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচানাচি, অষ্টমীতে ভোজন, নবমীতে ঘুরে ফিরে হাঁপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন।