আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ১৬ জনই সন্ত্রাসী ছিল। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নর্থ ওয়াজিরিস্তানের গোলাম খান এলাকায় সীমান্ত দিয়ে ওই আফগানরা ঢোকার চেষ্টা করছিল। এক বিবৃতিতে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, ‘সেনা সদস্যরা সক্রিয়ভাবে এই অনুপ্রবেশ প্রতিহত করেছে। ১৬ জন সন্ত্রাসীই মারা গেছে।’
তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তেহরিক ই তালেবানের সদস্য।
বিবৃতিতে বলা হয়, ‘অন্তবর্তী আফগান সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন এই সন্ত্রাসীদের আশ্রয় না দেয় এবং পাকিস্তানে হামলা চালানোর জন্য সহায়তা না করে।’
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত দিয়েই দুই দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য যোগাযোগ হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু হামলা চালিয়েছে তালেবান।