ঢাকা:
রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে হাজিরা দেন। এর পর আদালত মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।
ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১২ সালের পল্টন থানার নাশকতার একটি মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এক আসামির মৃত্যুবরণ করায় এ বিষয়ে আদালতে কোনো প্রতিবেদন আসেনি। সে জন্য আদালত অভিযোগ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।