আল আমিন মিলন , আত্রাই,প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৮ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সম্পাদক আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, কবি ফররুখ আহমদ প্রমুখ। শেষে রাসেলের জন্মদিন উদযাপন উপলক্ষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা শিশু কিশোর পরিষদ কর্তৃক আ’লীগ কার্যালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কেক কাটা ও আলোচনা সভা করা হয়।