আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় মনিয়ারি ইউনিয়ন পরিষদ চত্বরে আত্রাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার আদর্শকে ধারণ করে আমরা আজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, যুগ্ম-সম্পাদক আঃ মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও শফিউল আলম সুমন, মনিয়ারি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ফারুক বকত , মনিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মো. সম্রাট হোসেন, মনিয়ারি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন জাদু উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিটি পরিবেশ সুরক্ষা ও শহীদ জিয়ার স্মরণে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।