আল আমিন মিলন, আত্রাই প্রতনিধিঃ
মহাত্মা গান্ধির জন্মদিন উপলক্ষে নওগাঁর আত্রাই উপজলোর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বঙ্গীয় রিলিফ কমটি’র উদ্যোগে (গান্ধি আশ্রম/খাদি প্রতিষ্ঠান) রববিার (০২/১০/২০২২) প্রতিষ্ঠানের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার র্পূবে মহাত্মা গান্ধির ভার্স্কযে ফুলের মালা দেওয়া হয়। এরপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোল্লা আমিনুল ইসলাম।
মহাত্মা গান্ধির জীবন ও র্কমের উপর আলোকপাত করে আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আজিজ,সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সাংবাদিক মুজাহিদ খান, সাংবাদিক রুহুল আমিন, খোরশেদ আলম, ছাত্র নয়ন প্রমুখ।
শেষে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করা হয়।