আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শহিদ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদ হোসেন উপজেলার তারাটিয়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহিদ তার পাশের গ্রাম ভবানীপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে তিনি বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে গেলে স্থানীয়রা সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খুবই দুঃখজনক।