March 31, 2025, 8:26 am
ব্রেকিং নিউজ
চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’

আত্রাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, March 21, 2025
  • 24 দেখা হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার (২১মার্চ) মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী এস এম রেজাউল ইসলাম রেজু। বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। দেশ নিয়ে ষরযন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের ধৈয্য ধারন সহকারে সজাগ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি আরও বলেন,”রমজান মাস হলো ত্যাগ, সংযম ও ঐক্যের মাস। এই মাসে আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করব এবং মানবতার সেবায় আত্মনিয়োগ করব।”

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগঁা পৌরসভা মেয়র নাজমুল হক সনি,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, রাণীনগর উপজেলা বিএনপি সভাপতি এছাহক আলী, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, জেলা বার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক, পিপি, আত্রাই উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান,পঁাচুপুর ইউনিয়ন সভাপতি নিয়ামত আলী বাবু,যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর।

উক্ত ইফতার মাহফিলে জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবংসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়। পরে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102