আল আমিন মিলন আত্রাই,প্রতিনিধি:
বাংলাদেশকে করোনা মহামারি মুক্ত করার অংশ হিসাবে ১১ অক্টোবর সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ০৫ থেকে ১১ বছরের বাচ্চাদের করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার ১২ অক্টোবর সকালে উপজেলা সদর পাথাইলঝারা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি।
এসময় বাচ্চাদের সুশৃংখল ভাবে টিকা নেওয়ায় সন্তোষ্টি প্রকাশ করেন তারা। কার্যক্রম বিষয়ে ডা: রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, ১১ থেকে ২২ অক্টোবর বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে টিকা দেওয়া হবে।
এ সময় কোন বাচ্চা টিকা নিতে না পারলে বাদ পরা সকল বাচ্চাদের ২৩ অক্টোবর উপজেলায় টিকা দেওয়া হবে।