আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। এছাড়াও সকালে সরকারি অধাসরকারি স্বায়ত্বশাসিতু প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলার প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর ২৪) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
এর পর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, স্কুলে ও মাদ্রাসারার শিক্ষাথীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করা হয়।
সকাল ১১ টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সিনথিয়া হোসেন।থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন,থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক,পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.খবিরুল ইসলাম সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বিন্দু।