আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনে নওগাঁর আত্রাই ১১ নং ওয়ার্ড হাতি মার্কা প্রতীক নিয়ে উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী জাকারিয়া সাজু টিউবওয়েল মার্কা প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। এছাড়া রবিউল আলম তারেক তালা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।
জানা যায়, ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১’শ ২০ জন ভোটার তাদের মনোনিত প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে মনোনিত প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট কেন্দ্রের ২’শ গজের মধ্যে কয়েক স্তরে নিরাপত্তা বেষ্টনি ঘেড়া ছিলো।