আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি:নওগঁার আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোডাউন দিয়েছেন।
মঙ্গলবার( ১ এপ্রিল) সকাল ১০ টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ হতে শতশত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি উপজেলার আট ইউনিয়ন ঘুরে কলেজ মাঠে এসে সমাপ্ত করেন। শোডাউনের শুরুতে আগত কর্মীসমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওগঁা-৬(আত্রাই-রাণীনগর) আসনে জামাতের এমপি প্রার্থী জেলা কর্ম পরিষদ সদস্য খবিরুল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে আজকে আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবো।
এসময় জুলাই-আগষ্টে আন্দোলনে জীবনের মূল্যবান সম্পদ উৎসর্গকারীর আত্নার রুহের মাগফেরাত কামনা করেন। সেইসাথে অসুস্থদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন। এসময় আত্রাইয়ের জমিনে শুয়ে থাকা দুইজন শহীদ শাকিল আনোয়ার ও শেখ ফাহামিন জাফরকে স্মরণ করে বলেন,তঁাদের আত্নদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে উল্লেখ করে শুকরিয়া আদায় করেন।
এসময় আফগানিস্থান ও ফিলিস্তিনের মা-বোন ও জনসাধারণের ওপর জুলুম ও নির্যাতনের কথা উল্লেখ করে সেখানকার ঈহুদিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, জনগন এখন বুঝতে শিখেছে এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া হবেনা। আগামী দিনে মানবিক ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে ইসলামী আন্দোলনের সকল কর্মীকে সোচ্চার হয়ে কাজ করার আহবান জানান। যেহেতু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ মানবিক গুনাবলি সম্পন্ন রাষ্ট্র চায় সেহেতু আমরা কারো উস্কানিতে পা-বাড়াবোনা। আল্লাহ ধৈর্য্যশীল মানুষকে পছন্দ করেন এবং তঁাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আশীন করেন।
শোডাউনে জামাতের উপজেলা আমীর আসাদুল্লাহ আল গালীব, নায়েবে আমীর ওসমান গনি, সেক্রেটারী তোজাম্মেল হকসহ উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শোডাউনকালে উপজেলার বান্দাইখাড়া ও সমসপাড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা করেন।