আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানে আত্রাই থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় থানা পুলিশের আয়োজনে আত্রাই থানা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে থানা চত্বরে হতে একটি র্যালিও বের করা হয়।
অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, উপজেলার মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক, সকল ইউপি সদস্য সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।