July 9, 2025, 7:06 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

আত্রাইয়ে একটি পরিবারের দাপটে গোটা গ্রাম জ্বলছে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, May 18, 2025
  • 69 দেখা হয়েছে

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জমিজমা সংক্রান্তের জেরে একটি পরিবারের দাপটে গোটা গ্রাম জ্বলার অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি উপজেলার মনিয়ারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে।

জানা যায়, অনেক বছর আগে ওই গ্রামের ছবির উদ্দিন প্রামানিক বাহাদুরপুর মৌজার ৯৬৪ দাগে ৩৩ শতক জমি দমদত্তবাড়িয়া গ্রামের লোকমান সাহার নিকট বিক্রি করেন। ছবির উদ্দিন মারা যাবার পর তার ছেলে কুদ্দুস গত ২০২২ সনে জমির মালিকানা দাবি করে কোর্টে মামলা করেন। বিষয়টি তদন্তের জন্য আত্রাই থানাকে কোর্ট দায়িত্ব দেন। কুদ্দুসের দাবির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে সে লক্ষে উভয় পক্ষের সম্মতিতে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে ফসল ফলানো এবং ফসলের লভ্যাংশ সংরক্ষনের দায়িত্ব বাহাদুরপুর গ্রামের গ্রামপ্রধানদের দেওয়া হয়। পরবর্তীতে মামলার রায় যার পক্ষে আসবে সে ফসলের যাবতীয় পাওনা পেয়ে যাবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শালিশের সিদ্ধান্ত অমান্য করে পরের বছর পরিবারের লোকজনকে আবদ্ধ এবং ঘরবাড়ী ভাঙচুরের কথা উল্লেখ করে লোকমানের ছেলে জলিলসহ ৫/৬ জন গ্রাম প্রধানের নামে পর পর তিনটি মামলা করেন কুদ্দুস। এতে গ্রামের মানুষের সম্মানের হানি ঘটায় প্রতিকার চেয়ে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুদ্দুসের বাড়িতে তার স্ত্রী-সন্তান রয়েছে। বড়ীর কোনরুপ ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। কুদ্দুস কোথায় জানতে চাইলে তার স্ত্রী জানান, নওগাঁ গেছেন। কুদ্দুসের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া য়ায়।

মনিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, গ্রামের শান্তি নষ্ট না করে সকলে মিলে মিশে থাকার লক্ষে উদ্যোগ নেওয়ায় কুদ্দুস আমার নামে পারপার দুটি মামলা করেন। তার অত্যাচারে গোটা গ্রামের মানুষ জ্বলছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত জানান, শান্তির লক্ষে কুদ্দুসকে নিয়ে কয়েকবার গ্রামে এবং থানায় বসেছি। শালিসে কুদ্দুস সকল কিছু মেনে নিয়ে পরবর্তীতে গ্রমের সম্মানিত মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা করে তাদের সম্মান হানি ঘটিয়ে চলেছেন যা কষ্টদায়ক। সম্প্রতি নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে কুটসা রটাচ্ছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসাথে তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীর চরম শাস্তির দাবি জানাচ্ছি।

মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, শান্তির লক্ষে গ্রামবাসীর অভিযোগ আমলে নিয়ে কুদ্দুসের সাথে কথা বলে ১৬ মে শুক্রবার বাহাদুরপুর গ্রামের মসজিদে গ্রমবাসী এবং কুদ্দুসের পরিবার নিয়ে বসার দিন ধার্য্য করে নোটিশ পাঠালে কুদ্দুস নোটিশ গ্রহণ করেন। ওই দিন গ্রামের সকল লোক মসজিদে উপস্থিত হলেও কুদ্দুস ও তার পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত হননি। গ্রাম পুলিশসহ আমি কুদ্দুসের বাড়ী পরিদর্শণ করি। সেখানে গিয়ে কুদ্দুসের স্ত্রী-সন্তানের সাথে কথা হয়। কুদ্দুস কোথায় জানতে চাইলে তার স্ত্রী জানান নওগাঁ গেছে। পরিদর্শণকালে কুদ্দুসের বাড়ীর কোনরুপ ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102