আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ মার্চ) সমসপারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনে এমপি পদপ্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব শেখ রেজাউল ইসলাম রেজু।
বিশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন,” ইফতার ও দোয়া মাহফিলের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার,বিএনপি নেতা সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, পাচুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন,বিএনপি নেতা আশরাফ আলী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপ’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ, ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।