আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আত্রাই থানার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। অন্যদের মধ্যে সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।