আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে মোছা: রাহিমা (৩) নামে এক শিশু নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার ২৭ জুলাই আনুমানিক সকাল সোয়া দশটায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত রাহিমা ওই গ্রামের রফিকুল ইসলাম ও খুশি বেগমের মেয়ে।
নিহতের পরিবার ও থানা জানায়, ২৭ জুলাই সকালের খাবার শেষে পার্শ্বে বাড়ীর অন্য বাচ্চার সাথে আত্রাই নদীর ধারে খেলতে যায় রাহিমা। অসাবধনতা বসত পা পিছলে নদীর পানিতে পরে হাবুডুবু খেতে থাকলে। সাথে থাকা বাচ্চাটি বাড়ীতে এসে খবর দিলে বাড়ীর লোকজন সেখানে গিয়ে খোজাখুজি করতে থাকে। কিছু পর মৃত রাহিমার মৃত দেহ পানিতে ভেঁসে ওঠে।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর শুনেছি। অত্যন্ত দুঃখের বিষয় উল্লেখ করে পুকুর ও নদীতে পানি বাড়র ফলে সাপ-পোকামাকরের উপদ্রপ বাড়বে উল্লেখ করে অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।