April 4, 2025, 1:40 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, August 1, 2023
  • 181 দেখা হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লার(৫০)উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১আগস্ট) সকাল আনুমানিক সারে এগারটায় ওই ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে এ ঘটনা ঘটে।
এদিকে দিনের বেলায় এ ধরণের নারকীয় ঘটনা ঘটার ফলে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে নওগাঁ সদর সার্কেল এসপি ফৌজিয়া হাবিব খান ও আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শণ করে এলাকাবাসীকে ধর্য্য ধারন করে শান্ত থাকতে অনুরোধ জানান।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউনিয়ন আ’লীগ অফিস সমসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে রওনা হন মান্নান মোল্লা। ভাঙ্গাজাঙ্গাল বাজারের পার্শ্বে পোঁছা মাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী উৎপেতে থাকা ৭/৮ জন সন্ত্রাসী মান্নান মোল্লাকে লোহার রড হাতুড়ি, বাটাম দিয়ে হাত পা এবং শরীরের বিভিন্ন জায়গাতে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে ফলে মান্নান মোল্লা মাটিতে পড়ে গেলে বাঁচান বাঁচান বলে চিৎকার দিলে বাজারের লোকজন এগিয়ে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত অবস্থায় বাজারের লোকজন মান্নান মোল্লাকে প্রথমে নাটোর মেডিকেলে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা অন্তে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আত্রাই উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল বিশা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর সন্ত্রাসী ও বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এবং খুব দ্রুত এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, একদল সন্ত্রাসী বিশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর থেকে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102