আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার( ২০ জুন) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা এবং সাংকাদিকদের সাথে এ সভা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ তাঁর বক্তব্যে চামরা শিল্পের বিকাশে কোরবানির ২/৩ ঘন্টার মধ্যে পশুর চামরা লবণ দিয়ে সংরক্ষন করার আহবান জানান। সেইসাথে কাহারো এক ফসলি জমিতে পুকুর খননের প্রয়োজন দেখা দিলে জেলা প্রশাসক বরাবর আবেদনের মাধ্যমে অনুমতি নেওয়ার অনুরোধ জানান। এছাড়া পানির স্তর ব্যাপক হারে নিচে নেমে যাচ্ছে মর্মে উল্লেখ করে মাটির উপরিভাগের পানি ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। একইসাথে মাদক নির্মুলে প্রত্যেক ইউনিয়নে মাদক বিরোধী ও প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।
এর আগে মোল্লা আজাদ সরকারি কলেজ, আত্রাই থানা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং ইউএনও অফিস পরিদর্শণ করেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, খবিরুল ইসলাম, স¤্রাট হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সমাজসেবা অফিস কর্তৃক সমাজকল্যাণ পরিষদের গরীব অসহায়দের মাঝে ৫০ হাজার টাকার ১২ টি চেক এবং বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগ সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করায় আত্রাই উপজেলার তিন জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন।