July 9, 2025, 7:04 pm
ব্রেকিং নিউজ
শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

আটপাড়ায় নাশকতার মামলায় আ.লীগের ৩৭ নেতাকর্মী কারাগারে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, January 27, 2025
  • 55 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জুসহ ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ হাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আটপাড়া আওয়ামী লীগের ৩৭ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী আসাদুল হক।

তিনি বলেন, একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় সভাপতি খাইরুল ইসলামসহ আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমানের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম দুইবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এছাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন খোকন তালুকদারসহ ৩৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ২০২১ সালের ১১ নভেম্বর মামলার বাদী বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামালের আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ঘর ভাঙচুর, লুটপাট ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন, দেশীয় অস্ত্র ব্যবহার ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন।

বাদীর মনোহরি দোকান হতে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। সেই সময় বাদী ও তার ভাইয়ের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামিরা।

গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর ১৯ অক্টোবর বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল বাদী হয়ে আটপাড়া থানায় ৫১ জনের নামসহ ১০০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করেন।

ওই মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে গত ২১ অক্টোবর গ্রেফতার করা হয়। সেই সময় কয়েকজন আসামি উচ্চ আদালতের জামিনে এবং অধিকাংশ আসামি পলাতক ছিলেন।

পরে সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আদালত জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102