স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আহলে সুন্নত ওয়াল জামাত ও সুন্নী তরিকা ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের আয়োজনে নিয়মিত তরিকতভিত্তিক মাসিক মাহফিল আগামী ১১ ফেব্রুয়ারি বাদে মাগরিব হতে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে পবিত্র শবে বরাতের মাহফিল নগরীর চকবাজারস্থ জয়নগর বাগদাদিয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে। মাহফিলের কর্মসূচির মধ্যে রয়েছে ছয় শরীফ, গেয়ারবি শরীফ, খতমে খাজেগান, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, জিকির-আজকার, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত।
উক্ত দুদিনব্যাপী মিলাদ মাহফিলে সকল সুন্নী মুসলমান ও পীর ভাইদের উপস্থিত থাকার জন্য পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল-মাদানী (ম.জি.আ) বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।