অনলাইন ডেস্ক:
ঢাকায় ধানমন্ডী এলাকায় প্রবাসীর ফ্ল্যাট বাড়ী আত্নসাৎ ও উপসচিবের স্বাক্ষরজালসহ প্রতারণা ও জালিয়াতির মামলায় নিশাত খানের জামিন আজও হয়নি। আজ ১০ অক্টোবর দুপুরে নিশাত খানের পক্ষে তার আইনজীবী এডভোকেট গোলাম কিবরিয়া জোবায়ের ঢাকায় আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন মন্জুর করেননি।
বাদী ও বিবাদী পক্ষের শুনানীর সময় মামলারবাদী প্রবাসী মিনহাজুর রহমানের পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জাকির হোসেন। জালিয়াতির মামলার তদন্তকারী পুলিশ অধিকতর তদন্তের স্বার্থে আসামীর রিমান্ড চাইলে আগামী ১৫ অক্টোবর রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করেছেন বিচারক।
গত ৪ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার হন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেত্রী। প্রতারণা ও জালিয়াতির মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিশাত আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তথ্য গোপন করে ধানমন্ডি এলাকার একটি আবাসিক ফ্ল্যাটের ভুয়া হেবা দলিল সৃষ্টি ও পরে নামজারি করার অভিযোগে ধানমন্ডি থানায় করা প্রতারণার মামলায় নিশাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিশাত খান ধানমন্ডি এলাকার প্রবাসী মিনহাজুর রহমানের মালিকিয় ৩১১৮ স্কয়ার ফুটের একটি ফ্লাটের ভূয়া হেবা দলিল সৃষ্টি করে জালিয়াতি ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব নজরুল ইসলামের স্বাক্ষর জালিয়াতি করে চিঠি তৈরী করে অপরাধ করে।