আন্তর্জাতিক ডেস্ক:ভারতের গুজরাটে বিধ্বস্ত হওয়ার আগে ‘মে ডে’ কল দিতে পেরেছিলেন উড়োজাহাজের পাইলট। সাধারণত বিপদে পড়লে উড়োজাহাজের চালকেরা এই কল দিয়ে থাকেন। তবে কল দেওয়ার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার বিমানটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মে ডে কল দেওয়ার কিছুক্ষণ পরই বিমানটি বিধস্ত হয়। এখনো কোনো হতাহতের বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে ২৪৪ আরোহীর কেউই বেঁচে নেই।
আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক বিবিসিকে বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই।
পুলিশ জানিয়েছে, একটি বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। সেসময় ২৪২ জন আরোহী ছিল উড়োজাহাজে। তার মধ্যে যাত্রী ২৩২ জন এবং ক্রু ১০ জন।