December 21, 2024, 4:50 pm
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, December 8, 2024
  • 16 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
চলছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে অংশ নিয়েছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকারা। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। আসরে নামি তারকাদের সঙ্গে লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে। ছবিটি এই উৎসবে অফিসিয়াল মনোনয়ন পেয়েছে। সেখানে উপস্থিত থাকা উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের ছবিটি দেখার আমন্ত্রণ জানান পরিচালক মাকসুদ। তিনি বলেন, ‘রেড কার্পেট আয়োজনে ছিল আমাদের জন্য চমক। সাধারণত দেখা যায়, নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছি। রেড কার্পেট পর্বের পরে উইল স্মিথসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। তিনি আমাদের সিনেমাটি নিয়ে জানতে চান। পরে তাকে গল্পটি বলি। টপিক তার ভালো লেগেছে। আমাদের প্রিমিয়ারে আসার ইচ্ছা পোষণ করেছেন। বলেছেন চেষ্টা করবেন।’ অস্কারের চড়-কাণ্ডে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ। তবে এর আগে ‘কিং রিচার্ড’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন।

‘সাবা’র জন্য শুভকামনা জানিয়েছেন ‘ওপেনহাইমার’ তারকা এমিলি ব্লান্ট। অস্কারে মনোনয়ন পাওয়া এ তারকা এর আগে ‘গিডিয়ন্স ডটার’ সিনেমা দিয়ে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন। প্রযোজক, সুরকার সিমন ফ্রাঞ্জলেনের নামের সঙ্গে জড়িয়ে আছে ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ সিনেমার নাম। পেয়েছেন গ্র্যামিসহ একাধিক আয়োজনের পুরস্কার ও সম্মাননা। এমন বিশ্বের গুরুত্বপূর্ণ তারকাদের অনেকেই ‘সাবা’ নিয়ে কথা বলেছেন। মাকসুদ হোসাইন জানান, আজ থেকে পরপর তিনটি শো হবে সিনেমাটির।

তিনি বলেন, ‘নতুন আয়োজন হলেও রেড সি এখন অনেক অনেক গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নিয়ে অনেক পরিচালক, প্রযোজকের আগ্রহ রয়েছে। আমাদের সিনেমাটি নিয়ে তারা কী বলেন, সেটাই জানার অপেক্ষায় রয়েছি।’ ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।

এদিকে দেশের বাইরে বিভিন্ন আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের ’প্রিয় মালতী’। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালিত এই সিনেমার জন্য ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার নিজের সিনেমা মুক্তির খবরে স্মৃতিকাতর মেহজাবীন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102