জাবি প্রতিনিধি:
মাঠে যাওয়ার নামে যদি বিএনপি কোনো অরাজকতা এবং নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করে তাহলে কঠোরভাবে তা দমন করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই সব দল নির্বাচনে আসুক। বিএনপি মাঠে যাচ্ছেন সেটা নিশ্চয়ই ভালো। তবে মাঠে যাওয়ার নামে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করা হয় তাহলে নিশ্চয়ই কঠোরভাবে তা দমন করা হবে।’
শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরও বলেন, ‘বিএনপি আমলে আমরা কোথাও সমাবেশ করতে দেওয়া হতো না। আমাদেকে কার্যালয়ের ভিতরে আটকে রাখা হতো। আমাদের সমাবেশ বা আমাদের কর্মসূচির আগে গণ গ্রেপ্তার করা হতো। শেখ হাসিনা সরকার জনগণের সরকার, গণতন্ত্রের সরকার সে কারণে বিরোধীদল স্বাধীনভাবে সবকিছু করতে পারছে। মিডিয়াতে সারাদিন তারা কথা বলছেন। তারা বাইরের থেকে বরং মিডিয়ার মধ্যে বেশি অবস্থান করছেন। মানুষের মধ্যে তারা কম, তবে এখন তারা মানুষের মধ্যে যাবার চেষ্টা করছেন।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, অধ্যাপক ফরিদ আহমেদ প্রমুখ।