March 12, 2025, 3:52 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ মার্কিন সীমান্ত:ট্রাম্প

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, March 2, 2025
  • 12 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
মার্কিন সীমান্তে অভিবাসী আক্রমণের দিন শেষ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, সীমান্ত এখন সব অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ। এ ছাড়া অবৈধ পারাপার রোধে মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে তাকে উল্লেখযোগ্য ফৌজদারি শাস্তি এবং তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। নির্বাচনি প্রচারের শুরু থেকেই অবৈধ অভিবাসী অপসারণের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন ট্রাম্প। ক্ষমতার মসনদে বসেই সেই প্রতিশ্রুতি পূরণে মরিয়া হয়ে উঠেছেন তিনি। যার অংশ হিসেবে আবারও এ পদক্ষেপ নিলেন ট্রাম্প। এরই মধ্যে বেশ কিছু অভিবাসীকে গ্রেফতার করে নিজ দেশেও পাঠিয়ে দিয়েছেন তিনি।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেছেন, ‘লক্ষ লক্ষ অপরাধীকে অবৈধভাবে এই দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। আমরা তাদের দেশে পাঠাচ্ছি এবং তাদের কখনই আর ফিরে আসতে দেওয়া হবে না।’

প্রসঙ্গত, দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালে যুক্তরাষ্ট্রে এক মাসে ৩ লাখ অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল। অবৈধ অভিবাসীরা অপরাধমূলক নানা কাজে জড়িত থাকে বলে অভিযোগ করেন ট্রাম্প।

গত সপ্তাহে, দুই দশকেরও বেশি সময় ধরে অবৈধভাবে আশ্রয় নেওয়া ইভান ওরামাস এবং সান্তোস মারাদিয়াগা-ভিল্লাল্টা উভয়কেই গ্রেফতার করা হয়। ৬১ বছর বয়সি ওরামাস কিউবার একজন নাগরিক। যার বিরুদ্ধে যৌন নির্যাতন এবং তীব্র আক্রমণের অভিযোগ রয়েছে। অন্যদিকে ভিল্লাল্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিদেশিদের পাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিবাসীদের কিউবার গুয়ান্তানামো বেতে পাঠিয়েছেন ট্রাম্প।

অপরাধ কমাতে মেক্সিকো সীমান্তে আরও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহ এবং মাসগুলোতে আরও হাজার হাজার সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতিরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বর্তমান সীমান্ত নিরাপত্তা অভিযানগুলোকে শক্তিশালী ও সম্প্র্রসারিত করার জন্য স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) এবং জেনারেল সাপোর্ট এভিয়েশন ব্যাটালিয়নের সর্বশেষ সেনাদলটি মোতায়েন করা হয়েছে। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তার শপথ গ্রহণের কয়েকদিন পর, প্রতিরক্ষা বিভাগ কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা এজেন্টদের সহায়তা করার জন্য সীমান্তে ১ হাজার ৫০০ সেনা মোতায়েনের নির্দেশ দেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102