নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় কোল থেকে পড়ে ১১ মাস বয়সী নুসরাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি দুর্গাপুর সানারকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
শনিবার সকালে দুর্গাপুর উপজেলার সানারকান্দা গ্রামের চৌরাস্তা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় শিশুটিকে কোলে করে নিয়ে যাওয়া ১২ বছর বয়সী অপর শিশু আনজুয়ারা গুরুতর আহত হয়। নিহত নুসরাত আনজুয়ারার ভাইয়ের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে শিশু নুসরাতকে কোলে নিয়ে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল অপর শিশু আনজুয়ারা। এসময় একটি অটোরিকশার সামনে দিয়ে আনজুয়ারা কোলে শিশু নিয়ে হঠাৎ দৌড় দিলে অটোর ধাক্কায় আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত শিশুটিকে কোলে নিয়ে রাস্তা পার হওয়া শিশুটি মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।