March 12, 2025, 4:38 am
ব্রেকিং নিউজ
গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ শহিদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনারা নতুন শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ বুধবার

শিশু মাওয়াকে পুকুরে ফেলে হত্যাচেষ্টা, স্বেচ্ছায় জামিন চাইতে গেলে কারাগারে শিক্ষক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, January 21, 2025
  • 38 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে কলেজ শিক্ষক শাহাজাহানকে জেলহাজতে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা আদালতে হাজিরা দিতে গেলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন আমলী আদালত কুমিল্লা-২।
এর আগে ঘটনার দিন বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে শিক্ষক শাহজাহান পলাতক ছিলেন। পুলিশ জানায়, বালু নিয়ে খেলাকে কেন্দ্র করে শিশু মিফতাহুল মাওয়াকে পুকুরে ফেলে হত্যাচেষ্টা করেছিলেন প্রতিবেশী ও কলেজ শিক্ষক শাহাজাহান।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া সর্দার বাড়ির সৌদি প্রবাসী নজির আহমেদের মেয়ে ৪ বয়সের শিশু কন্যা মিফতাহুল মাওয়া ও তার বোন গালিবা সুলতানা (১০) বাসা থেকে খেলতে বের হয়। এক পর্যায়ে সড়কের পাশে রাখা বালু নিয়ে খেলা করছিল মাওয়া। তখন প্রতিবেশী শাহ জাহান এ দৃশ্যটি দেখে ক্ষিপ্ত হয়ে তাকে পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে দেন।

এ সময় গালিবা সুলতানা তার পা ধরে ক্ষমা চাইলেও তিনি শিশুটিকে পানি থেকে না উঠিয়ে বাসায় চলে যান। পরে তার চিৎকারে শিশু মাওয়াকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী পথচারী। তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত শিক্ষক শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকে শিক্ষক পলাতক ছিলেন।

বুড়িচং থানার ওসি আজিজুল হক  বলেন, শিশু মাওয়াকে পানিতে ফেলে হত্যাচেষ্টা মামলার আসামি শাহাজাহান কুমিল্লা আমলী আদালতে স্বেচ্ছায় জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102