February 17, 2025, 6:31 pm
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর

ভারতে পাচারের সময় ৩০ হাজার ডলার জব্দ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 18, 2025
  • 26 দেখা হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় ভারতে পাচারকালে ১০০ মার্কিন ডলারের ৩০০টি নোট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর কাবিলপুরে কপোতাক্ষ নদের বালুরঘাট নামক স্থান থেকে ডলারগুলো জব্দ করা হয়। এ সময় পাচারকারী ডলার ফেলে ভারতে পালিয়ে যায়।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী জানান, জব্দ হওয়া ডলার থানায় জমা নেওয়া ও মামলার কার্যক্রম চলছে। জব্দ হওয়া ডলারের বাংলাদেশি মূল্য ৩৬ লাখ ৪৪ হাজার টাকা প্রায়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৭টার দিকে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীন চৌগাছার শাহাজাদপুর ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্তের মেইন পিলার টি-৩৮/৬৫ থেকে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তর এলকায় একজনকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা কিছু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মার্কিন ডলারগুলো জব্দ করেন এবং ব্যাটালিয়ান সদর দপ্তর যশোরের ঝুমঝুমপুরে পাঠায়। সেখানে গণনা করে দেখা যায় ১০০ ডলার মূল্যমানের ৩০০টি নোট রয়েছে। পরে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ শনিবার সেগুলি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য চৌগাছা থানায় জমা দেওয়াসহ মামলা প্রক্রিয়া করা হয়।

এ বিষয়ে বিজিবি শাহাজাদপুর ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির বলেন, ১০০ ডলার মূল্যের ৩০০টি নোট ফেলে এক ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে আমরা ডলারগুলি জব্দ করি। তবে পালাতক ওই ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি এটা শনাক্ত করা যায়নি।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন মামলা প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত স্বর্ণ ও ডলার পাচার হয়ে থাকে। গত বছর বিজিবি ১৪ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের একটি চালান জব্দ করেছিল। গত দুই/তিন বছরে বিজিবির একাধিক অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করলেও এবারই প্রথম ডলার উদ্ধারের ঘটনা ঘটল। তবে তাদের দাবি এই সীমান্ত দিয়ে এ ধরনের চালান ১০০টি গেলে একটি বিজিবির হাতে ধরা পড়ে। ইদানিং এই পাচারের ঘটনা বেড়েছে। বিশেষ করে মসজিদের ইমাম, মাদ্রাসাছাত্র, স্থানীয় কৃষক বেশে পাচারকারীরা স্বর্ণ ও ডলার পাচার করে থাকেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102