আন্তর্জাতিক ডেস্ক:গুগল ম্যাপে ভরসা করে বিপদে পড়ল পুলিশ।অপরাধী ধরতে গিয়ে ভুল জায়গায় প্রবেশ করে পুলিশের একটি অনুসন্ধানী দল। আর সেকারণে সাধারণ মানুষের মারও খেতে হয়েছে তাদের। ভারতের আসামে ঘটেছে এই ঘটনা।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসাম পুলিশের একটি তদন্তকারী প্রতিনিধি দল অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছিলেন। গুগল ম্যাপ অনুসরণ করেই তারা এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভুল জায়গায় যাওয়ায় উলটো তাদেরই ‘পাবলিকের মার’ খেতে হয়।
ভারতীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, একটি তদন্তের কাজে বেরিয়েছিল আসাম পুলিশের ১৬ জন সদস্যের একটি দল। রাস্তা চেনা ছিল না। তাই গুগল ম্যাপে ভরসা রেখে এগিয়েছিলেন তারা। এভাবেই তারা পৌঁছে যান নাগাল্যান্ড প্রদেশে! সেখানকার বাসিন্দারা নতুন লোকজন দেখে ভড়কে যান। ভাবেন যে তাদের ক্ষতি করতে এসেছে।এরপরই শুরু হয়ে যায় গণপিটুনি। অপরাধী ধরতে গিয়ে ‘অপরাধী’ হয়ে যান আসাম পুলিশেরই ওই ১৬ জন কর্মকর্তা। গত মঙ্গলবার রাতে নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, নাগাল্যান্ডের স্থানীয় বাসিন্দারা তাদের চিনতে ভুল করেন। কারণ পুলিশ সদস্যরা ওই কর্মীরা অধিকাংশই সাধারণ পোশাক পরেছিলেন। কিন্তু, তাদের কাছে অস্ত্র ছিল। রাতের অন্ধকারে অচেনা লোকজনকে অস্ত্র নিয়ে এলাকায় ঢুকতে দেখে এলাকাবাসী ঝাপিয়ে পড়ে। ঘটনার খবর শুনে সেখানে যায় নাগাল্যান্ডের পুলিশ। তারাই তাদের জনতার হাত থেকে উদ্ধার করেন।