আনোয়ার হোসেন,খুলনা:
দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সাধারণ সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শেখ আবু হাসান, গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক নেতা মোস্তফা জামাল পপলু, সামছুজ্জামান শাহীন, কৌশিক দে, মামুন রেজা, মো. তরিকুল ইসলাম, আবুল হাসান হিমালয়, মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
বক্তারা বলেন, সর্বশেষ ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটাল, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজসহ ৭টি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় গণমাধ্যমসহ সাংবাদিকরা ঝুঁকিতে পড়ছেন। বক্তারা এই ন্যক্কারজনক হামলা ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।