পঞ্চগড় প্রতিনিধি
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলার সাংবাদিকরা ও নাগরিক সমাজের আয়োজনে সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সামসুদ্দিন কালাম, সফিকুল আলম, মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সমাজকর্মী ও শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম নতুন প্রমুখ।
বক্তারা এসময় বলেন, দেশের বৃহৎ একটি মিডিয়া হাউসে সন্ত্রাসী হামলা ন্যক্কারজনক। জড়িতদের ছবি প্রকাশ করা হয়েছে। অচিরেই এদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।