September 19, 2024, 12:19 am
ব্রেকিং নিউজ

বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, August 12, 2024
  • 45 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া পৌরসভা মোড়ে নেত্রকোনাবাসী ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে নেত্রকোনায় বসবাসরত মদন মোহনগঞ্জ খালিয়াজুরী হাওরাঞ্চলের নানা শেণি পেশার মানুষসহ জেলা শহরের বিভিন্ন পর্যায়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফারদিন চৌধুরী রিমির পরিচালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, সাবেক ইউপি চেয়ারম্যান শরিফ হায়দার খান পাঠান মনি, জেলা জামায়াতের নেতা আলহাজ কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, জাসাসের সাবেক সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী, বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী মুন্না, খাজা মোশাররফ হোসেন জাহাঙ্গীর, ফয়সাল চৌধুরী, নুরুল হক মামুন, রেজাউল হক শরীফ, যুবদল নেতা মোকাম্মেল হক রানা, নায়েকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রোমান, জেলা তাতীদলের আহবায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, দেলোয়ার হোসেন দেলু, তুলিন তালুকদার, জুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবৎ কারাগারের অন্ধকার প্রকোষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবর এর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102