September 19, 2024, 1:49 am
ব্রেকিং নিউজ

ভোলায় কাজে ফিরেছে পুলিশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, August 12, 2024
  • 52 দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি
দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ ডিউটিতে ফিরেছে ভোলা জেলা পুলিশের সদস্যরা। পুলিশ বাহিনী কাজে যোগ দেওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। আজ সোমবার জেলা পুলিশের সদস্যদের মাঠে কাজ করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যোমে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। এ সময় তাদের পাশাপাশি ছাত্রদের ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়। এদিকে ভোলা সদর মডেল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় পুলিশি সেবা নিতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

অন্যদিকে বিগত বেশ কিছুদিন পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে যে সকল সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীদের সড়কে ট্রাফিকের কাজ পরিচালনা করে এসেছে তাদের ফুল দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান।
এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য সংগঠনের সদস্য যারা এতোদিন ট্রাফিক পুলিশের কাজে নিয়োজিত ছিলো তাদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।

এ সময় পুলিশ সুপার বলেন, একটি কঠিন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়েছিল। সেসব পেছনে ফেলে এখন থেকে পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102